জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক ডে ক্যাম্প অনুষ্ঠিত

সিলেট সুরমা ডেস্ক : নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক ডে ক্যাম্প- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবব্যাপী ক্যাম্পে ছিল পতাকা উত্তোলন ও সালাম, প্রার্থনা সঙ্গীত, শপথ, হাইকিং, স্কাউটস বিষয়ক খেলাধুলা, প্রাথমিক প্রতিবিধান নিয়ে ধারণা ও আলোচনা, তাবু জলসা, পতাকা নামানো ও বিদায়। সকাল ১০টায় পতাকা উত্তোলনের পর এক সংক্ষিপ্ত আলোচনা অনুসষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল কান্তি দেব, সহকারি প্রধান শিক্ষক অরবিন্দ ভট্টাচার্য, ম্যানেজিং কমিটির সদস্য মো. ছয়েফ খান, শিক্ষক মো. ফাজিম উদ্দিন, মো. আসাদ খান, মো. আব্দুল কাইয়ুম, কিশলয় কিন্ডার … Continue reading জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক ডে ক্যাম্প অনুষ্ঠিত